আমাদের প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’: স্বাস্থ্য সচিব

প্রকাশিতঃ 12:19 am | January 17, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার টিকা সরকার বিনামূল্যে দিতে চাচ্ছে বলে জানিয়ে স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান বলেন, সরকার দেশের মানুষকে বিনামূল্যেই করোনার টিকা দিতে চায়। সরকারের আগে কোনও প্রাইভেট সেক্টর বা কোন কোম্পানি টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে না। কে, কিভাবে, কখন শুরু করবে এবং প্রাইভেট সেক্টর কী সুযোগ পাবে, এটা সরকার শর্ত দিয়ে নির্ধারণ করে দেবে। সরকার এগুলো পুরোটাই যথাযথভাবে মনিটর করবে। সরকারই দায়িত্ব পালন করবে। আমাদের প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’।

তিনি বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা যেহেতু অনেকের চেয়ে বেশি, সেহেতু আমরা সারাদেশে সুন্দরভাবে শুরু করতে পারবো। যথাযথভাবে শেষও করতে পারবো। মোবাইলেই সবকিছু পাওয়া যাবে। মোবাইলে মেসেজ দিয়েই সব কিছু করবো।

সচিব বলেন, দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মতো তারা যদি মেইনটেইন করতে পারে, তাদের ট্রায়াল যদি সন্তোষজনক হয়, তাতে যদি আমাদের বিশেষজ্ঞ টিম সন্তুষ্ট হয় তাহলে আমরা সামনের দিকে এগুবো। কেউ হঠাৎ করে আসবে আর অনুমোদন দেবো, এরকম না।

এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন প্রমুখ।

কালের আলো/বিএস/এমএইচ

Print Friendly, PDF & Email