বিদেশে অর্থপাচার, সারওয়ার্দীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রকাশিতঃ 11:50 pm | December 02, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সাহরাওয়ার্দীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এজন্য একজন পরিচালক ও একজন উপপরিচালক নিয়োগ দিয়েছে কমিশন।

আলোচিত-সমালোচিত চৌধুরী হাসান সারওয়ার্দীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জাল-জালিয়াতি করে অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে।

সে অভিযোগে বলা হয়, তিনি তার উপার্জিত টাকা বিদেশে পাচার করেছেন।স্ত্রী ও সন্তানের নামে বিদেশে বাড়ি গাড়ি ফ্ল্যাট করারও অভিযোগ মিলেছে। সম্প্রতি এমন অভিযোগ পেয়ে তা যাচাই বাছাই করে দুদকের উচ্চ পর্যায়ের টিম। এর পরে তা অনুমোদনের জন্য কমিশনে দেয়া হয়। এসব খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

এর আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘অস্বস্তিকর ও বিব্রতকর’ বক্তব্যের কারণে সেনা কর্তৃপক্ষ ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে অবসরপ্রাপ্ত লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে। এবার তার বিরুদ্ধে শুরু হলো দুদকের অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান।

কালের আলো/ডিএসবি/এমএনএল

Print Friendly, PDF & Email