ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

প্রকাশিতঃ 3:32 pm | August 10, 2020

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, আমি কোভিড-১৯ পজিটিভ। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

প্রণব মুখার্জি টুইট বার্তায় জানিয়েছেন, অন্য একটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড-১৯ পজিটিভ। আমি অনুরোধ করব, যারা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের করোনা টেস্ট করান এবং সেলফ আইসোলেশনে থাকেন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন । এই ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৬৬ জন মানুষের।

উল্লেখ্য, এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এই ভাইরাসে ভারতে আক্রান্ত হয়েছেন আরও বহু রাজনীতিবিদ।

কালের আলো/এসআর/এমকে

Print Friendly, PDF & Email