টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ ৪০ পিস হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশিতঃ 8:47 pm | August 05, 2020

কালের আলো সংবাদদাতা:

টেকনাফে বিজিবি’র অভিযানে ৪ কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার(০৫ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ রঙ্গীখালী ইউপিস্থ বেঁড়ীবাধ এলাকা থেকে এসব মাদক জব্দ ও মো: আরাফাত নামে মাদক ব্যবসায়ীকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল এক জন ব্যক্তিকে ২টি ব্যাগসহ সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। পরে বিজিবি’র উপস্থিতি বুঝে ওই ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে।তাৎক্ষণিকভাবে টহলদল তাকে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে টহলদল তার সাথে থাকা ব্যাগদ্বয় তল্লাশী করে ৪ কোটি বিশ লক্ষ টাকা মূল্যমানের ১ লক্ষ চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনসহ নিষিদ্ধ মাদক বহনের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কালের আলো/এসবি/এমআরকে

Print Friendly, PDF & Email