মার্চে ছাত্রলীগের সম্মেলন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 2:23 pm | January 06, 2018

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভা ডেকে আগামী মার্চে সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক।

আজ শনিবার ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে ওবায়দুল কাদের এ কথা জানান।

ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, তোমরা এখন সম্মেলন না করলে কখন করবে? বর্তমান কমিটিতে যারা আছ, তারা তো মূল দলে অনেক জুনিয়র হয়ে যাবে। আওয়ামী লীগ সব সময় তরুণ নেতৃত্ব চায়। তোমরা এখন নেতৃত্বে না আসলে কবে আসবে? শিগগিরই সম্মেলন করবে।

তি‌নি ব‌লেন, আমরা তা‌রিখ নির্ধারণ ক‌রে দি‌তে পা‌রি না। ছাত্রলীগ নি‌জেরাই তা‌দের তা‌রিখ নির্ধারণ করে নেবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।

এ সময় অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী প‌রিষ‌দের সভাপ‌তি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জা‌কির হো‌সেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপ‌তি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হো‌সেন প্রিন্স প্রমুখ।

আরো পড়ুন-

ছাত্রলীগে সোহাগ-জাকিরের বিদায় ঘন্টা!