সেনাদের উজ্জীবিত করতে লাদাখে মোদী, সতর্ক বার্তা বেইজিং’র

প্রকাশিতঃ 11:06 pm | July 03, 2020

আান্তর্জাতিক ডেস্ক, কালের আলো :

সীমান্ত নিয়ে চরম উত্তেজনার মধ্যেই লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে সঙ্গে নিয়ে ভারতীয় সেনাদের উজ্জীবিত করতে আবেগপ্রবণ বক্তব্যও দিয়েছেন।

ঘোষণা দিয়েই বলেছেন, ‘লাদাখের প্রতিটি কোণ, প্রতিটি পাথর, ভারতের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।’

ভারতের প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে হাত গুটিয়ে বসে নেই চীনও। সীমান্তে শান্তি সমুন্নত রাখতে দুই দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নিজেদের সতর্কতাও ভারতকে জানিয়ে দিয়েছে বেইজিং। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে এমন তথ্য।

শুক্রবার (০৩ জুলাই) ভোরে লাদাখে পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের সাহস অতুলনীয়।

ভারত মাতার শত্রুরা আপনাদের ক্রোধ দেখেছে। আপনাদের বাহুদ্বয় পাহাড়ের মতো শক্তিশালী। আত্মবিশ্বাস, সংকল্প এবং বিশ্বাসে অটুট আপনারা।

প্রতিটি ভারতীয়র মনে এই বিশ্বাস রয়েছে আপনারা সবাই এই জাতিকে শক্তিশালী ও সুরক্ষিত রাখতে এবং সংরক্ষণ করতে পারবেন।

আপনারা বারবার প্রমাণ করেছেন ভারতীয় সশস্ত্র বাহিনী বিশ্বের প্রত্যেকের চেয়ে শক্তিশালী এবং উন্নত। আমি আপনাদের এবং মাতৃভূমির জন্য জীবনদানকারী সব সৈনিককে নমস্কার জানাই।’

একাধিক উচ্চপদস্থ বৈঠকেও ভারত-চীনের মধ্যকার সম্পর্কের উন্নতি না হলেও শুক্রবার (০৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতকে সতর্ক করেছেন।

বলেছেন, ‘ভারতে চীনের বাণিজ্যিক অধিকার বজায় রাখতে বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দ্বিপাক্ষিক সহযোগিতার ওপর যেকোনও কৃত্রিম বাধা ভারতীয় স্বার্থের ক্ষতির কারণ হবে।’

ইতোমধ্যেই চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকসহ চীনের তৈরি ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ফলে ভারতের এই পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতিমালার লঙ্ঘন বলেছে বেইজিং।

প্রসঙ্গত, গত ১৫ জুন লাদাখে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়। ভারত-চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি সীমান্তে। এখনও পর্যন্ত দুই দেশের মধ্যকার সমঝোতার কোন উদ্যোগও সফল হয়নি।

কালের আলো/এসআর/এএ

Print Friendly, PDF & Email