ইউটিউবে নিয়মিত হচ্ছেন মিম

প্রকাশিতঃ 8:23 pm | June 15, 2020

শোবিজ প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বন্ধ রয়েছে সকল নাটক-সিনেমার শুটিং। বন্ধ রয়েছে সিনেমা মুক্তি কিংবা প্রেক্ষাগৃহ। ফলে ধস নেমেছে শোবিজ জগতে।

এমন অবস্থায় কেউ কেউ সীমিত আকারে শুটিং শুরু করলেও অনেকেই এখনো রয়েছেন ঘরটাবন্দী। তাদেরই একজন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

দেশের এই পরিস্থিতিতে ব্যস্ততা নেই একেবারেই। এ কারণে ইউটিউবে নিয়মিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে নিজের নামে চ্যানেলও খুলেছেন। সেখানে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আড্ডার অনুষ্ঠান আপলোড করেছেন। সাড়াও পাচ্ছেন ভালো।

নিজস্ব ইউটিউব চ্যানেল প্রসঙ্গে মিম বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছা ছিল একটি ইউটিউব চ্যানলে খুলব। লকডাউনে থেকে অবসর সময়টিই কাজে লাগাচ্ছি। কিছু পরিকল্পনা রয়েছে চ্যানেলটি নিয়ে। দেখা যাক কী হয়।’

বাইরে শুটিং শুরু হলেও ইউটিউবের কাজ বন্ধ করবেন না বলে জানিয়ে তিনি বলেন, এখন থেকে ইউটিউবে নিয়মিত থাকার চেষ্টা করব। তবে করোনাভাইরাসের প্রভাব কমলে এবং স্বাভাবিক শুটিং করার মতো পরিবেশ তৈরি হলে তবেই বাইরে কাজ শুরু করব।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email