ময়মনসিংহে ঈদের জামাত কখন কোথায়

প্রকাশিতঃ 7:56 pm | June 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বরাবরের মতো এবারো ময়মনসিংহের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে ইতোমধ্যেই জোর প্রস্তুত হয়েছে আঞ্জুমান ঈদগাহ মাঠ।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঈদগাহে প্রধান জামাত এবং সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। দু’জামাতেই হাজার হাজার মুসল্লি শরীক হবেন।

তিনি আরো জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদগাহ মাঠে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করছে পৌরসভা।

সূত্র জানায়, আঞ্জুমান ঈদগাহ মাঠ ছাড়াও আরো বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে নগরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মার্কাস মসজিদে সকাল সাড়ে ৭টায়, শহরের ক্যান্টনমেন্ট গ্যারিসন মসজিদে সকাল ৮টায়, গুলপুকুরপাড় আহলে হাদিস মসজিদে সকাল সাড়ে ৮ টায়, শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কালের আলো/ওএইচ

Print Friendly, PDF & Email