সাংবাদিক জামাল খাশোগি হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রকাশিতঃ 5:19 pm | December 23, 2019

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

তুরস্কের সৌদি আরবের কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। এছাড়া, একই অভিযোগে আরও তিন অভিযুক্তকে মোট ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী একথা জানিয়েছেন।

সৌদি রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দুইজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ কমপক্ষে দশজন বিপথগামী সৌদি কর্মকর্তা খাশোগি হত্যাকাণ্ডে জড়িত।

তবে, সৌদি রাজপরিবারের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানির বিরুদ্ধে তদন্ত হলেও তাঁকে মুক্তি দিয়েছে আদালত।

গত বছর, তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেন কয়েকজন সৌদি কর্মকর্তা। একে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করে জাতিসংঘ।

কালের আলো/এমএস/এডিবি

Print Friendly, PDF & Email