বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রকাশিতঃ 11:22 am | November 29, 2019

কালের আলো ডেস্ক:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বর্তমানে প্রতি ইউনিট পাইকারি বিদ্যুতের দাম ৪ দশমিক ৭৭ টাকা। তা প্রতি ইউনিট ১ দশমিক ১১ টাকা বাড়িয়ে ৫ দশমিক ৮৮ করার প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। তবে কারিগরি মূল্যায়ন কমিটি ৯৩ পয়সার বাড়ানোর সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে পিডিবি’র পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিকালে এ প্রস্তাব করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই শুনানির আয়োজন করে।

এদিন শুনানির প্রথম পর্বে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নবিরতির পর বিকেলে শুরু হয় সঞ্চালন খরচের প্রস্তাবের ওপর গণশুনানি।

শুনানির প্রথম পর্বে প্রশ্নোত্তরে অংশ নেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) প্রতিবেদক সদরুল হাসান, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি আনোয়ার হোসেন। এছাড়া শুনানিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

গণশুনানিতে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেন বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।এছাড়া কমিশনের সদস্য রহমান মুর্শেদ মিজানুর রহমান, আব্দুল আজিজ খান এবং মাহমুদউল হক ভুঁইয়া।

রোববার (১ ডিসেম্বর) থেকে টানা তিনদিন চলবে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি।

বিদ্যুতের দাম বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন, এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে ৪১ শতাংশ খরচ বেড়েছে। অপরদিকে, আমদানিকৃত কয়লার ওপর ভ্যাটারোপ করায় কয়লাভিত্তিক বিদ্যুতের ব্যয়ও বাড়বে। বর্তমান দামে বিদ্যুৎ বিক্রি করলে ৯ হাজার ৫৫২ কোটি টাকা ক্ষতি হবে। যে কারণে বিদ্যুতের পাইকারি দাম ৫ দশমিক ৮৮ টাকা করা প্রয়োজন।

এতে তীব্র আপত্তি জানিয়েছেন ভোক্তারা। তারা বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব মানি না। এ মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ালে সবকিছুতেই এর প্রভাব পড়বে বলে তারা মনে করেন। কারখানা বন্ধ হয়ে যাবে। শ্রমিকরা বেকার হয়ে পড়বেন।

তারা বলেন, বিদ্যুত খাতের ৫০ শতাংশ দুর্নীতি বন্ধ করতে পারলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না।

পিডিবির পক্ষ থেকে দাম প্রস্তাব উপস্থাপন করেন পিডিবির জেনারেল ম্যানেজার কাউসার আমীর আলী। অন্যদিকে মূল্যায়ন কমিটির পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন কমিশনের উপপরিচালক (ট্যারিফ) মো. কামরুজ্জামান।

কালের আলো/এডিবি

Print Friendly, PDF & Email