এমপি শাওন-শামসুলসহ ৫০ জনের ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে দুদক হাইকোর্টে

প্রকাশিতঃ 3:47 pm | October 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি শামসুল হক চৌধুরী, যুবলীগে বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ ৫০ জনের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত সপ্তাহ থেকে পর্যায়েক্রমে কয়েকটি চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউতে এসব চিঠি দেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এসব চিঠি পাঠিয়েছেন বলে দুদকের একটি সূত্র জানায়।

চলমান শুদ্ধি অভিযানে নাম আসা জি কে শামীম, হুইপ শামসুল হক চৌধুরীর নামও এই তালিকায় আছে। অভিযুক্তদের কয়টি ব্যাংক একাউন্ট রয়েছে, তাতে কত টাকা রয়েছে এবং কবে কার কার সাথে লেনদেন হয়েছে, এসব তথ্য জানতে চাওয়া হয়েছে দুদকের চিঠিতে।

কালের আলো/বিআর/এমএম