বাগদাদির নিহতের খবর দিলেন ট্রাম্প
প্রকাশিতঃ 10:15 pm | October 27, 2019

কালের আলো ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার নিশ্চিত করেছেন, বিশ্বের অন্যতম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মার্কিন সেনাবাহিনীর রাতভর অভিযানের সময় সিরিয়ায় আল বাগদাদির মৃত্যু হয়েছে।’ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
যদিও এর আগে আইএসবিরোধী অভিযানের সময় একাধিকবার বাগদাদির নিহত হওয়ার খবর গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে এসেছিল। কিন্তু পরে দেখা গেছে, বাগদাদি বহাল তবিয়তে আছেন। কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প নিজে বাগদাদির নিহত হওয়ার ঘোষণা দিলেন।
এদিকে গতকাল শনিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার বাগদাদির আস্তানায় মার্কিন বাহিনীর অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএন আরো বলেছে, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ ও বায়োমেট্রিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অপর প্রভাবশালী গণমাধ্যম সাপ্তাহিক নিউজউইক এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে দাবি করেছে, বাগদাদি অভিযানে নিহত হয়েছেন। যদিও কোথায়, কীভাবে এই ‘সাফল্য’ এসেছে, সে বিষয়ে ওই সেনা কর্মকর্তা কিছু বলতে চাননি। এ ক্ষেত্রেও নাম প্রকাশ করতে চাননি ওই সেনা কর্মকর্তা।
কালের আলো/এনআর/এমএ