ময়মনসিংহে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিতঃ 4:40 pm | October 27, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিহাদ সিদ্দিকী ইরাদ (৩৫) ও তার সহযোগী ইরাফানকে (৩৩) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) ভোররাতে ফুলপুর উপজেলার ভাষা সৈনিক শামসুল হক চত্বরের সামনে থেকে তাদের আটক করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার ভাষা সৈনিক শামসুল হক চত্বরের সামনে অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কালের আলো/এনআর/এমএম