সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আজারবাইজান চুক্তি সই

প্রকাশিতঃ 11:11 pm | October 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে দু’দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।

শনিবার(২৬ অক্টোবর) রাজধানীর বাকুর প্রেসিডেন্ট প্রাসাদে একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে ওই চুক্তিটি স্বাক্ষর হয়।

বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং আজারবাইজানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ড. আবুলফাস গারায়েভ স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে একমত হন।

আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী পরে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, বৈঠকে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন নিয়ে আলোচনা করনে তারা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে আজারবাইজানের ভূমিকার কথা স্মরণ করেন।

জবাবে ১৯৯২ সালে পৃথক রাষ্ট্র হিসেবে আজারবাইজানের আত্মপ্রকাশের সময় বাংলাদেশের সহায়তার কথা তুলে ধরেন।

আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার কথা বলেন দুই শীর্ষ নেতা।

কালের আলো/এনএল/এমএইচএ