ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিহত ১

প্রকাশিতঃ 11:54 am | October 26, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর ধানমন্ডির ৬/এ ঈদগাহ মাঠের পাশে একটি ১২ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অজ্ঞাতপরিচয় (৬৫) এক নারীর মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার(২৬ অক্টোবর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত, তবে আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে।

কালের আলো/এনআর/এমএম