পাবলিক টয়লেটের নামকরণ নিয়ে সমালোচনার মুখে মেয়র খোকন

প্রকাশিতঃ 12:45 pm | October 15, 2019

কালের আলো ডেস্ক:

পাবলিক টয়লেটের নামকরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মূলত পাবলিক টয়লেটের নামফলকে কবি নজরুল কলেজের নাম থাকার তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর আজ সোমবার সকালে পাবলিক টয়লেট থেকে কবি নজরুল কলেজ পাবলিক টয়লেটের নাম ফলক খুলে ফেলা হয়েছে।

ছবিতে দেখা গেছে, পাবলিক টয়লেটটির উদ্বোধক হিসেবে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নাম উল্লেখ করে লেখা রয়েছে ‘কবি নজরুল কলেজের পাবলিক টয়লেট; শুভ উদ্বোধন করেন মোহাম্মদ সাঈদ খোকন; মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’।

কবি নজরুল কলেজের মোস্তাফিজুর রহমান নামে সাবেক এক শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘মেয়র খোকনকে ক্ষমা চাইতে হবে। আপনি সিটি করপোরেশন থেকে পথচারীদের জন্য পাবলিক টয়লেট বানাবেন এটা স্বাভাবিক। কিন্তু সেই পাবলিক টয়লেটের নামকরণ করবেন ‘কবি নজরুল কলেজ পাবলিক টয়লেট’! আপনি ক্ষমতার দম্ভে অথবা স্বভাবজাত (মূর্খতা) কারণে বঙ্গবন্ধু, জাতীয় কবি ও কবি নজরুল সরকারি কলেজের সাবেক ও বর্তমান লাখ লাখ শিক্ষার্থীকে অপমান করছেন।’

আতাউর রহমান নামে অন্য একজন লিখেছেন, ‘মেয়রের কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন ও লজ্জাজনক আচরণ কাম্য নয়।’

কলেজটির ছাত্রলীগ নেতারাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে। কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাকিব এ ঘটনার ক্ষোভ প্রকাশ করে দ্রুত সেটি পরিবর্তন করার দাবি জানান।

এদিকে ওই কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম হাওলাদার বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল সকাল থেকে ফেইসবুকে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিকেলে তা অপসারণ করে ফেলে কর্র্তৃপক্ষ।’

এ বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় একটি লিখিত ব্যাখ্যা দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কবি নজরুল কলেজে কোনো পাবলিক টয়লেট উদ্বোধন করেননি। তিনি বিশ্ব মেয়র সম্মেলনে যোগদান শেষে সোমবার বিকেলে দেশে ফিরেছেন। নামফলকটি ঠিকাদার বসিয়েছিল। সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে তা নামিয়ে ফেলা হয়েছে।’

কালের আলো/এনআর/এমএম

Print Friendly, PDF & Email