সবুজ গোলাপে ‘চির সবুজ’ এরশাদকে এমপি মুক্তির শুভেচ্ছা

প্রকাশিতঃ 9:31 pm | March 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সবার হাতে ফুলের তোড়া। তোড়ায় শোভা পাচ্ছে লাল গোলাপ। কিন্তু এতোজনের ভিড়ে ব্যতিক্রম একজন। তাঁর তোড়ায় সবুজ গোলাপের বাহারি সৌন্দর্যের আভা। লাল পাঞ্জাবিতে হাস্যেজ্জ্বল চির সবুজ ৮৯ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এইচ.এম.এরশাদকে সবুজ গোলাপে এভাবেই শুভেচ্ছা জানালেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

সোমবার (১৯ মার্চ) দিনগত রাত ১২ টা ১ মিনিটে জীবনের ৮৯ বছরে পা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাঁর এ ৮৯ তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় দলীয় নেতা-কর্মীদের ভিড় জমেছিল। তবে পারিবারিক আবহেই বিশেষ দিনটি পালন করেন ‘পল্লীবন্ধু’ হিসেবে খ্যাত এ রাজনীতিক।

এ সময় জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, কর্মসংস্থান মন্ত্রী মজিবুল হক চুন্নু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন মুক্তি এমপি, সাবেক মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সাবেক সেনা প্রধান আতিকুর রহমান, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়, কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেককেটে শুভেচ্ছা জানানোসহ দোয়া মাহফিলের আয়োজন করে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। ১৯৭৫ সালের ২৪ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন। ওই বছর সাধারণ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন।

বিরোধী দলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে সরে দাঁড়ান এরশাদ। এরপর গ্রেফতার হয়ে ছয় বছর কারারুদ্ধ থাকেন। তিনি বর্তমান দশম জাতীয় সংসদের একজন সদস্য। বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের পাশাপাশি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।

 

কালের আলো/এমকে