২৪ মার্চ ক্ষমতায় যাওয়ার সাংগঠনিক মহড়া দেবে জাতীয় পার্টি

প্রকাশিতঃ 9:26 pm | March 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৪ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ করতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আর এ মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।

ওইদিন এ মহাসমাবেশের মাধ্যমে দলকে ক্ষমতায় নেওয়ার একটি সাংগঠনিক মহড়া দেবে জাতীয় পার্টি এমনটি জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক যৌথ সভায় এমনটি জানান রওশন।

ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলটির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মো. সাহিদুর রহমান টেপা, কাজী ফিরোজ রশিদ (এমপি), জিয়াউদ্দিন বাবলু প্রমুখ।

সভায় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি চমৎকার এক শ্লোগান দেন। তিনি বলেন, ‘এবারের সংগ্রাম ক্ষমতা যাওয়ার সংগ্রাম।  শুধু ২৪ মার্চ সমাবেশস্থেলে থাকলে হবে না, নির্বাচনের আগে সকল কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া আগামী একাদশ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে যা যা করণীয় তাও করবে জাতীয় পার্টি।’

দেশের গ্রাম বাংলার সকল মানুষ পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে ক্ষমতায় দেখতে চায় মন্তব্য করে এ সাবেক ফাস্ট লেডি বলেন, ‘জাতীয় পার্টিকে গ্রাম বাংলার মানুষ এখনও স্মরণে রেখেছ। কারণ গ্রাম বাংলার যত উন্নয়ন হয়েছে সব উন্নয়ন করেছে জাতীয় পার্টি।’
জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে এমন কথা জানিয়ে দলটির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘আগামী একাদশ নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় এবং বিএনপি যদি ওই নির্বাচনে না আসে তাহলে জাতীয় পার্টি এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে।’

সভায় দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, এভাবে দেশ চলতে পারে না। বিএনপি এবং আওয়ামী লীগ দুইটি দলের সংঘাত গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। বিএনপি-আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ। কেবল হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশে শান্তি আসবে।’

 

কালের আলো/এমকে

Print Friendly, PDF & Email