ডেঙ্গু প্রতিরোধে জেনারেল কন্ট্রোল অর্ডার ৫৫৩ জারি হয়েছে : রেলওয়ে ডিজি

প্রকাশিতঃ 10:30 am | August 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার পর থেকে ঢাকা বিভাগের সকল স্টেশন ও এর আশপাশের এলাকায় ঝোপঝাড়, জলাশয় পরিচ্ছন্ন করতে ইতোমধ্যে জেনারেল কন্ট্রোল অর্ডার ৫৫৩ জারি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো শামসুজ্জামান।

তিনি বলেছেন, ডেঙ্গু মশার উৎপাত বেড়েছে এবং আমাদের জীবনহানি ঘটেছে। রেলের যাত্রীরা যাতে নিরাপদ যাত্রা করতে পারে সেজন্যই ডেঙ্গু মশার বিরুদ্ধে ওষুধ ছিটানোর কার্যক্রম আমরা শুরু করলাম।

সোমবার (৪ আগস্ট )বিকাল সাড়ে ৫ টার দিকে কমলাপুর রেল স্টেশনে মশার ওষুধ ছিটানো কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রেলের ডিজি বলেন, ট্রেন স্টেশনে থামার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরিষ্কার করার পর কোচের ভেতরে যাতে ডেঙ্গু মশা ঢুকতে না পারে সেই জন্যই আমরা মশা মারার ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করলাম। আপনারা জানেন ঈদ যাত্রা শুরু হবে ৭ আগস্ট থেকে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং সরকারের যে পলিসি ডেঙ্গু যাতে ঢাকার বাইরে ছড়াতে না পারে তারই অংশ হিসেবে আজকে আমরা স্টেশন ও ট্রেনের মধ্যে মশা নিধনের ওষুধ দিলাম। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রেলের মহাপরিচালক বলেন, রেলের যাত্রীরা যেনো নিরাপদে যাত্রা করতে পারে সেই জন্যই এই ব্যবস্থা। ইতিমধ্যেই আমাদের পাঁচটি ফগার মেশিন ক্রয় করা হয়েছে। আপনারা জানেন আমাদের কাজ যাত্রী পরিবহন করা। তাই মশার ওষুধ ছেটানোর কার্যক্রমে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকারের সহযোগিতা চাই।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন,ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, কমলাপুর রেল স্টেশনর স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক সহ রেলের বিভাগীয় বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কালের আলো/এআর/এমএম