এডিস মশা নামক শত্রুকে চেনার ও জানার আহবান এসডিজি সমন্বয়কের

প্রকাশিতঃ 1:00 am | August 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এডিস মশা আমাদের শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেছেন, এডিস মশা আমাদের শত্রু। তাই শত্রুকে চিনতে হবে, জানতে হবে। তাহলেই যুদ্ধের কৌশল বোঝা যাবে।

আরো পড়ুন: এডিস মশার বিরুদ্ধে জিহাদ ঘোষণার আহ্বান মেয়র আতিকের

তিনি বলেন, ডেঙ্গুর সময় শুধু প্যারাসিটামল ওষুধ খাওয়া যাবে ও প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে।

রোববার (৪ আগস্ট) রাজধানীর কাফরুলে জামিউল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে বলেন, দ্বীনের দাওয়াত যেভাবে আমরা সবাইকে দেই সেভাবে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনাদের কথা সবাই শুনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু মশা বাঘ বা সিংহের চেয়েও ভয়াবহ। এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যেসব জায়গায় এডিস মশা জন্ম নেয় ও বংশবিস্তার করে যেমন টায়ারের ভাঁজে, ডাবের খোসায়, আইসক্রিমের কৌটায়- এসব কিছুর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।

মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্য করে আতিক আরও বলেন, আপনারা কোরআনের হাফেজ। আপনারা যারা কোরআন নিয়ে আছেন আপনাদের মন পরিষ্কার। আমার বিশ্বাস মাদ্রাসার ছাত্ররাই পারবে ঢাকা থেকে এডিস মশা দূর করতে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী ও অত্র এলাকার সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার।

তিনি বলেন, উন্নয়নের মহাসড়কের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। সব সূচকে বাংলাদেশ এগিয়ে আছে। এমন একটি দেশে পরিষ্কার-পরিছন্নতা নিয়ে জনগণকে সচেতন হতে হবে। সবকিছু আল্লাহর গজব বলে চালিয়ে দেওয়া ঠিক না। আমাদের চারপাশ আমাদের পরিষ্কার রাখতে হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ঢাকা জেলার জেলা প্রশাসক সালেহ মোহাম্মদ ফেরদৌস খান। আর এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার নোমানী।

কালের আলো/এআর/এমএম