কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে : খাদ্যমন্ত্রী

প্রকাশিতঃ 10:02 pm | August 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে। তাই কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সারাদেশে ধান সংরক্ষণের জন্য দুই শতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবে। যাতে ধান উৎপাদনের সঙ্গে-সঙ্গে কৃষকরা বিক্রি করতে পারেন।

তিনি বলেন, দেশের চাহিদা মিটিয়ে প্রয়োজনে বাইরে চাল রফতানি করা যেতে পারে। সেক্ষেত্রে উৎকৃষ্টমানের চাল উৎপাদন করতে হবে, যাতে বাজার নষ্ট না হয়। চাল রফতানির বিষয়টি সরকার বিবেচনা করছে।

রোববার (০৮ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউজ মিলনায়তনে জেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

দেশে প্রয়োজনের তুলনায় খাদ্য গুদামের সংখ্যা কম উল্লেখ করে তিনি বলেন, তারপরও এ বছর প্রায় ২৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনা হচ্ছে। কিন্তু, বন্ধ মিল কোনোভাবে চাল বরাদ্দ পাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।

তিনি বলেন, হাসকিং মিল প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই তাদেরও প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয় মিল স্থাপন করতে হবে।

ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি দাবি করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। যেকোনও মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) এসএম তানভির আরাফাত, জেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, কেন্দ্রীয় চালকল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি ওমর ফারুক প্রমুখ।

কালের আলো/বিও/এমএম