পদ্মাসেতুতে মাথা লাগার গুজব ছড়ানোয় ময়মনসিংহে যুবক আটক

প্রকাশিতঃ 10:33 pm | August 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সামাজিক মাধ্যমগুলোতে ‘ছেলে ধরার ও পদ্মাসেতুতে মাথা লাগার’ গুজব ছড়ানোর অভিযোগে বিল্লাল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ জেলা পুলিশ গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

শনিবার (৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি পদ্মাসেতুতে মাথা লাগার গুজব ছড়িয়ে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে সরকারের প্রতি জনগণের বিরূপ ধারণা সৃষ্টি করছে একটি কুচক্রী মহল। চক্রটির সদস্যদের আটক করতে ‘মাওলানা সায়ের বিল্লাহ হোসাইন মুজাহিদী’ নামে ফেসবুক পেজের সূত্র ধরে ডিবি পুলিশের সদস্যরা শুক্রবার (২ আগস্ট) অভিযান চালিয়ে কুমিল্লার বাঙ্গুরা বাজার থেকে বিল্লাহকে আটক করে।

বিল্লাহ ময়মনসিংহের নান্দাইল উপজেলা রসুলপুর গ্রামের আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র দিয়ে ইস্যুকৃত মোবাইল সিম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা-বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিল বলে জানান পুলিশ সুপার শাহ আবিদ।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এমদাদুল হক (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে শহরের কালিবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে।

কালের আলো/এআর/এমএম