পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলেই শাস্তি : ডিআইজি হাফিজ

প্রকাশিতঃ 4:42 pm | August 03, 2019

কালের আলো প্রতিবেদক:

বঙ্গবন্ধু সেতুর দু’পাড়ের মহাসড়কে কোরবানীর পশুর ট্রাকে চাঁদাবাজি হলে, তাৎক্ষণিকভাবে শাস্তির নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আকতার

তিনি বলেছেন, পুলিশ সদরদফতর থেকে এবার কড়া নির্দেশ- কোনো চাঁদাবাজি কিংবা চালক-যাত্রীদের হয়রানি করা হলে, সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দিতে হবে।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে চলাচলরত পশুবোঝাই গাড়ি বা ট্রাক থামানো যাবে না। এসব যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে।

শনিবার(৩ আগস্ট) সকালে হাটিকুমরুল মোড়ে সওজের চলমান মেরামত ও সংস্কারকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান।

তিনি বলেন, প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী যাত্রীরা যাতে উত্তরাঞ্চলের পথে নির্বিঘ্নে যেতে পারেন, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

তিনি বলেন, বন্যা ও বৃষ্টির কারণে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে। দু-তিনদিনের মধ্যে রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হবে।

এ সময় তিনি দ্রুত রাস্তাগুলো সংস্কার করার জন্য সড়ক ও জনপথ বিভাগকে তাগিদ দেন।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এআর/এমএম