সামাজিক মাধ্যমে গুজব, ফুলবাড়িয়ায় যুবক আটক

প্রকাশিতঃ 9:28 am | August 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে মোস্তফা কামাল সুজন (৩৭) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে র‌্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে গুজব ছড়ানো হয়েছে’- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে র‌্যাব-১৪ এর একটি দল।

এসময় তার কাছ থেকে ফেসবুকে ছড়ানো মিথ্যা গুজবের স্ক্রিনশট ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেসবুকে গুজব ছড়ানোর কথা স্বীকার করেছেন ওই যুবক। আটক সুজনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

কালের আলো/এআর/এমএম