বিধ্বস্ত বিমানের পাইলট আবিদ সুলতান মারা গেছেন
প্রকাশিতঃ 11:24 am | March 13, 2018
কালের আলো রিপোর্ট:
নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত বিমানের পাইলট আবিদ সুলতান মারা গেছেন।
মঙ্গলবার ভোর রাতে আবিদ সুলতানের উত্তরার বাসায় ইউএস বাংলা’র পক্ষ থেকে তার পরিবারকে এই তথ্য জানানো হয়। আবিদ সুলতানের এক স্বজন জানান, গতকালই আমরা খবর পেয়েছিলাম তিনি গুরুতর আহত, শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমা-ুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক লোকের প্রাণহানীর ঘটনা ঘটেছে।
কালের আলো/এসএ