খালেদার জামিনে ময়মনসিংহে ছাত্রদলের ঝটিকা মিছিল

প্রকাশিতঃ 9:00 pm | March 12, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

পাঁচ বছরের কারাদন্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় চার মাসের জামিন পাওয়ায় ময়মনসিংহে ঝটিকা আনন্দ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকায় এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল।

মিছিলটি নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ, দেবাশীষ ভৌমিক, ফজলে রাব্বী, মাসুদুর রহমান মাসুদ, রাসেল আহমেদ, বুলবুল আহম্মেদ সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে এক সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রদল রাজপথে থাকবে। এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হবে।

 

কালের আলো/এমএম