রিফাতের হত্যাকারীরা চিহ্নিত : বরিশাল রেঞ্জের ডিআইজি
প্রকাশিতঃ 11:43 pm | June 27, 2019

কালের আলো প্রতিবেদক:
বরগুনায় প্রকাশ্যে রিফাত শরিফকে (২৫) কুপিয়ে হত্যাকারীরা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম।
এ হত্যার ঘটনায় পুলিশের কোনো অবহেলা নেই বলেও এসময় জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, গতকাল একটি নৃশংস ঘটনা ঘটেছে বরগুনায়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের আমরা চিহ্নিত করতে পেরেছি। একজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে। এদের আমরা আইনের আওতায় আনবই। এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, মেনে নেওয়ার মতো নয়। আমরা এদের পেছনে লেগেছি, এদের গ্রেফতার করবো, আইনের আওতায় এনে ছাড়বো ইনশাল্লাহ।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে তিনি বরগুনা সরকারি কলেজের সামনে ওই ঘটনাস্থল পরিদর্শন করেন। বরগুনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, জড়িত সবাইকে গ্রেফতার করতে হবে। একটা নৃশংস ঘটনা ঘটলে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে, সেটা দেখাতে চাই আমরা। সাধারণ মানুষদের আরও সচেতন হওয়া দরকার। তাহলে এরকম ঘটনা ঘটবে না।
এমন একটি ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এদের আমরা আইনের আওতায় আনবই। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানে পুলিশের সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করা গেছে। অভিযান চলছে, শিগগিরই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।
প্রসঙ্গত, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের ফেরাতে পারেননি।
একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুই মাস আগে রিফাত ও মিন্নির বিয়ে হয়।
কালের আলো/এআর/এমএম