জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর ১০ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ 3:02 pm | March 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: লেখক, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) হরিদাস কুমার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রিমান্ড মঞ্জুর করেন।

ফয়জুরকে হেফাজতে নিয়ে বৃহস্পতিবারই জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপিলটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব।

গত শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় অধ্যাপক জাফর ইকবাল হামলার শিকার হন। পেছন থেকে জাফর ইকবালের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ফয়জুর।

হামলার পর শিক্ষার্থীরা ফয়জুরকে ধরে ফেলে। মারধরের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের একটি সূত্র জানায়, ফয়জুর এখন স্বাভাবিক এবং আগের চেয়ে সুস্থ আছেন।

এদিকে জাফর ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার দুপুরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার বিষয়ে চিকিৎসকরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

 

কালের আলো/ওএইচ