রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 11:44 am | June 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (৫ জুন) বঙ্গভবনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন।

তিনি বলেন, স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে ১১ জুন শুরু হওয়া ২০১৯-২০ অর্থবছরের আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন।

প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, বলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল আগামী ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এ সময় রাষ্ট্রপ্রধান সংসদে উপস্থিত থাকবেন।

এসময় রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রমের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির দফতরের সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএল/এমএইচএ