শ্যামপুরে বাসে ‘আগুন দেওয়ার চেষ্টা’, ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

প্রকাশিতঃ 4:15 pm | July 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকার শ্যামপুরে মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন ‘দেওয়ার চেষ্টার সময়’ এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (২০ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয় বলে শ্যামপুর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, ২২ বছর বয়সী সিয়াম সরকার কদমতলী থানা ছাত্রলীগের কর্মী।

“মহাসড়কের খন্দকার রোডের মাথায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকু ও এক বোতল অকটেন উদ্ধার করা হয়েছে।”

ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্যামপুর মডেল থানার একটি টিম সেখানে পৌঁছালে ‘পালিয়ে যাওয়ার সময়’ সিয়াম সরকারকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাফসান নামে ছাত্রলীগের আরেক কর্মী কৌশলে পালিয়ে যায়।

সিয়াম ও পলাকত রাফসান শ্যামপুর এলাকায় ‘নাশকতার উদ্দেশ্যে’ বাসে আগুন দেওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে বলেও ভাষ্য ডিএমপির।

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশজুড়ে ‘সর্বাত্মক’ হরতাল ডেকেছে আওয়ামী লীগের চার সংগঠন; যেগুলোসহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার।

এর মধ্যে নাশকতার চেষ্টার অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তারের খবর দিল পুলিশ।

কালের আলো/এমডিএইচ