মধ্যরাতে হেলমেট পরে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা
প্রকাশিতঃ 3:04 pm | July 20, 2025

শরীয়তপুর প্রতিবেদক, কালের আলো:
শরীয়তপুর-ঢাকা মহাসড়কে মধ্যরাতে স্লোগান দিয়ে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যান তারা।
নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অবরোধ চেষ্টার ১ মিনিট ২৪ সেকেন্ডের এমন একটি ভিডিও শরীয়তপুর জেলা ছাত্রলীগের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে ঢাকা-শরীয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নশাসন মাঝিরহাট এলাকায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহরা দেয় ছাত্রলীগের লোকজন। এ সময় তারা আতঙ্ক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়। এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাযন তারা।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, রাতের আঁধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলেপেলে নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাযন তারা। আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি।
কালের আলো/এসএকে