জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির মহাসচিব
প্রকাশিতঃ 7:53 pm | July 19, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) রাতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি জামায়াতের আমিরকে দেখতে যাবেন মির্জা ফখরুল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। তিনি ইবনে সিনা হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে ভর্তি জামায়াতের আমিরকে দেখতে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যোগ করেন তিনি।
কালের আলো/এমডিএইচ