ইরানে যাত্রীবাহী বাস উল্টে নিহত অন্তত ২১
প্রকাশিতঃ 7:24 pm | July 19, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে ২১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী ওই বাস। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচ উল্টে পড়ে গেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের মার্চ পর্যন্ত গত ১২ মাসে প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সূত্র: এএফপি।
কালের আলো/এসএকে