গোপালগঞ্জে কারফিউ বহাল
প্রকাশিতঃ 6:32 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে কয়েক দফায় হামলা-সংঘর্ষের পর জারি করা কারফিউ শনিবার রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বহাল থাকবে।
এ ছাড়া রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাবলিক পরীক্ষা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। পরিস্থিতি বিবেচনায় এরপর ফের কারফিউ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বুধবার এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সহিংসতার ঘটনা ঘটে। পরে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন এবং সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর হয়।
পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল রাখার ঘোষণা দেন। ওইদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল।
পরে শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। রাত ১১টার দিকে জেলা প্রশাসক আবারও জানান, শনিবার রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৬টা পর্যন্ত ফের কারফিউ কার্যকর থাকবে।
কালের আলো/এসএকে