চলন্ত বাসের গ্লাস ভেঙে আহত কয়েক যাত্রী

প্রকাশিতঃ 5:57 pm | July 19, 2025

রংপুর প্রতিবেদক, কালের আলো:

রংপুর নগরের সিও বাজার এলাকায় এলপিজি অটো গ্যাস ও কনভারশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। অ্যাম্বুলেন্সসহ দাঁড়িয়ে থাকা ১৩টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। পাশাপাশি দূরপাল্লার চলন্ত বাস সব গ্লাস ভেঙে কয়েকজন যাত্রী আহত হন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকার কয়েকটি ভবন ও দোকানপাট। এ ঘটনায় এলাকাজুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের কোলঘেঁষা সিও বাজারের ফারুক আহমেদ বিপুলের ওই গ্যাস স্টেশনটিতে লিকেজ থাকায় গত কয়েক দিন ধরে বন্ধ ছিল। স্টেশনটি বন্ধ থাকায় সেখানে অ্যাম্বুলেন্সসহ অন্তত ১৩টি গাড়ি রাখা হয়েছিল।

আজ শনিবার ওই গ্যাস স্টেশনে মেরামতের কাজ চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে মজুদ ট্যাংকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে স্টেশনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের বাড়ি ঘরের চাল উড়ে যায়, থাই গ্লাসসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

গ্যাস স্টেশনের পাশের হোটেলের মালিক সোমা ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে দোকান কেঁপে ওঠে। কাস্টমারসহ আমরা দোকান থেকে বেরিয়ে পড়ি। এ সময় আমার দোকানের সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়। র‌্যাকে থাকা জিনিসপত্র পড়ে গিয়ে নষ্ট হয়। চলন্ত একটি দূরপাল্লার বাসের সব গ্লাস ভেঙে কয়েকজন যাত্রীও আহত হন।’

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এই বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ব্যক্তি ফিলিং স্টেশন মেরামত কাজের প্রকৌশলী সোহাগ (৩৫) বলে জানা গেছে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে; তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রংপুর মহানগর কোতয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গ্যাস লাইনে লিকেজ থাকার কারণে গত সাত দিন এলপিজি স্টেশনটি বন্ধ ছিল। আজ সংস্কার করা হচ্ছিল। এ অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে।  পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।

কালের আলো/এসএকে