শ্রদ্ধা-ভালোবাসায় ময়মনসিংহে শহীদ সাগরকে স্মরণ

প্রকাশিতঃ 4:29 pm | July 19, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রেদোয়ান হাসান সাগরকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে ময়মনসিংহবাসী। শনিবার (১৯ জুলাই) তার প্রথম মৃত্যুবার্ষিকীতে নগরীর সিকে ঘোষ রোড মহিলা কলেজের সামনে শহীদ সাগর চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজি আখতার উল আলম, সিটি করপোরেশন, জেলা পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও নানা শ্রেণি-পেশার মানুষ।

এর আগে শুক্রবার রাত বারোটা এক মিনিটে মহানগর বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে শহীদ সাগর চত্ত্বরে শ্রদ্ধা, মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া করা হয়।

রেদোয়ান হোসেন সাগর (২৪) নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে সম্মান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অসুস্থ স্বজনের খোঁজ-খবর নিয়ে বাসায় ফিরছিলেন সাগর। পথে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে বুক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ১৯ জুলাই ময়মনসিংহের ইতিহাসে এক কালো দিন। সেদিন আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে দমাতে গিয়ে সাগরকে শহীদ করা হয়েছিল।

আমরা সাগরের রক্ত বৃথা যেতে দেব না। তার আত্মত্যাগ আমাদের বৈষম্যহীন সমাজ গড়ার লড়াইয়ে প্রেরণা যোগাবে।

সাগরসহ গণঅভ্যুত্থান চলাকালে সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি।

কালের আলো/এমএএইচএন