শৃঙ্খলা মেনে চললে দেশের উন্নতি হবে: সেনাপ্রধান
প্রকাশিতঃ 4:01 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষও হতে হবে। মানবিক হতে হবে। শৃঙ্খলা মেনে চলতে হবে। তাহলেই দেশের উপকার হবে, উন্নতি হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অনেক।
শনিবার (১৯ জুলাই) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, যন্ত্রকৌশল ও এপ্লাইড সায়েন্স বিষয়ক তিন দিনের ‘তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এপ্লাইড সায়েন্স’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শনিবার এমআইএসটি শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে শেষ হয়েছে। সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর এবং চীন আমিরাতের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে সেরা প্রবন্ধ উপস্থাপনকারীদের পুরস্কৃত করেন।
আইএসপিআর জানায়, এই সম্মেলনে যন্ত্রকৌশল, উৎপাদন প্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন শাখা যেমন-উৎপাদন প্রকৌশল, নবায়নযোগ্য শক্তি, এআই ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, তাপ প্রকৌশল, মহাকাশ ও অ্যাভিওনিক্স, অ্যারোডাইনামিক্স, হাইড্রোডাইনামিক্স, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, ডিজাইন ও উৎপাদন, মেকাট্রনিক্স, রোবোটিক্স ইত্যাদি বিষয়ে সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও ফলপ্রসু আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, প্রকৌশলী, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরির সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে যন্ত্রকৌশল ও প্রয়োগিক বিজ্ঞানের ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও টেকসই উন্নয়নের দ্বার উন্মোচন করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।
এমআইএসটির কমান্ডেন্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএন