এবার জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপির আখতার-মাসউদ

প্রকাশিতঃ 4:01 pm | July 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সমাবেশে যোগ দেন তারা।

এর আগে, সমাবেশে যোগ দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এনসিপির এই তিন নেতাকে মূল মঞ্চে জানায়াতের নেতাদের পাশে বসে থাকতে দেখা গেছে। কিছুক্ষন পরেই তারা বক্তব্য দেবেন।

এনসিপি ছাড়াও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

কালের আলো/এমডিএইচ