গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হয়নি: প্রেস সচিব
প্রকাশিতঃ 3:40 pm | July 19, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:
গোপালগঞ্জে সাম্প্রতিক ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বেলছেন, আইনের সীমার মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রেস সচিব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ছিল নিয়ন্ত্রিত ও সংযত। সেখানে কোনো ধরনের অতিরিক্ত বলপ্রয়োগ বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। সরকারের পক্ষ থেকে প্রতিটি ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং আইনের সীমার মধ্যে থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বর্তমান সরকার জনগণের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী- এমন দাবি করে প্রেস সচিব বলেন, ‘তবে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বা সহিংসতা উসকে দেয়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হয়।”
গত সপ্তাহে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ-পদযাত্রায় হামলা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-আওয়ামী লীগ। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত ও অনেকে আহত হন।
এই প্রেক্ষাপটে প্রেস সচিবের বক্তব্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান স্পষ্ট করার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মানবাধিকার রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সরকার এ দুই দিকই সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।’
TEDxComilla University অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে নতুন চিন্তা ও উদ্ভাবনী ধারণায় অনুপ্রাণিত করবে। দেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
‘দ্য নেক্সট ওয়েভ’ (The Next Wave) প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত TEDxComilla University অনুষ্ঠানে যোগ দেন প্রেস সচিব। স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুবি উপাচার্য ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, ওটটি প্ল্যাটফর্ম চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, সংগীতশিল্পী আসিফ আকবর, সংবাদ উপস্থাপক ফারাবি হাফিজসহ বিশিষ্টজনেরা।
কালের আলো/এএএন