প্রধানমন্ত্রীকে রওশন ‘হয় বিরোধী নয়তো মন্ত্রী’
প্রকাশিতঃ 10:42 pm | February 27, 2018

সিনিয়র প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টি সরকারেও আছে আবার বিরোধী দলেও আছে। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গণে কম জল ঘোলা হয় নি। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন খোদ দলটির সেকেন্ড ম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি নিজেই।
সংসদের দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, আমাদের নিয়ে বাইরে অনেক কথা হয়। প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম আমাদের মন্ত্রীগুলো প্রত্যাহার করেন। আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন। কিন্তু সেটা আর হয় নাই। সেজন্য বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। হয় বিরোধী দল, নয় সরকারি দল।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন বলেন, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রওশন বলেন, হয় বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন, নয়তো আমাদের ৪০ জনকে সরকারি দলে নিয়ে নেন। বিরোধী দল দরকার নেই।
এ সময় প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, আমরা তো বলেছিলাম। তখন রওশন এরশাদ বলেন, আপনি নির্দেশ দিলে মানবে না কে?
তিনি আরো বলেন, হ্যাঁ, আপনি বলেন বিরোধী দলের দরকার নেই। আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন। আমরা বাইরে গেলে নানা কথা হয়। বলে- আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি না। কাজেই এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টি আজ সম্মানের সাথে থাকতে পারতো। আমরা সম্মানের সাথে নেই।
এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য রওশন বলেন, আপনি কি বলতে পারেন বিরোধী দল আছে? আমরাও বলতে পারি না। সেজন্য কোথাও ইন্টারভিউ দেই না!
কালের আলো/এমকে/ওএইচ