ইসলামী আন্দোলনের সমাবেশ থেকে দেশীয় অস্ত্রসহ একজন আটক

প্রকাশিতঃ 4:25 pm | June 28, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান মহাসমাবেশ থেকে ছুরি বহনকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে সমাবেশস্থল থেকেই তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, ‘সমাবেশস্থলে এক ব্যক্তির হাতে ছুরি দেখা গেলে সেখানে থাকা লোকজন তাকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।’

পুলিশের ধারণা, আটক ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে সমাবেশে এসেছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি তাদের কর্মী বা সমর্থক নন। সমাবেশে বিশাল জনসমাগম হওয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে পারে বলেও তারা মন্তব্য করেন।

শনিবার সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়। দুপুর ২টার দিকে মূল পর্ব শুরু হয়। এতে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমসহ শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

ওসি খালিদ মনসুর বলেন, ‘আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালের আলো/এএএন