তোষামোদি করতে বিএনপির কিছু নেতা তারেক রহমানকে মাস্টারমাইন্ড বলছেন
প্রকাশিতঃ 8:06 pm | June 26, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই কাজ কীভাবে করেনে?
বৃহস্পতিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
এদিন অপর এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।
কালের আলো/এএএন