পরিবেশ রক্ষায় উদ্যোগী নৌবাহিনী, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে গুরুত্ব নৌবাহিনী প্রধানের
প্রকাশিতঃ 10:47 pm | June 25, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন বিপন্ন করছে জীবনকে। প্রতি বছর লাখ লাখ গাছ কাটা হচ্ছে নগরায়ণ, কৃষি সম্প্রসারণ ও কাঠের জন্য। এই অপূরণীয় ক্ষতি রোধ করতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব জীবনধারা অপরিহার্য। বর্ষাকালে বৃক্ষরোপণ এই পরিবর্তনের মোকাবিলায় সহায়তা করে। অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনী বৃক্ষরোপণ ও বনায়নের ক্ষেত্রেও পালন করছে উদ্যোগী ভূমিকা।
দেশে সবুজ বৃক্ষরাজিই যে অস্তিত্বের অনুষঙ্গ সেই বিষয়ে সচেতনতা গড়ার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতেও নিজেদের এগিয়ে রেখেছে তাঁরা। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বর্ষায় সবুজের রূপকে আরও উজ্জ্বল এবং বিকশিত করতে বুধবার (২৫ জুন) বানৌজা ঢাকায় গাছের চারা রোপণের মাধ্যমে চলতি বছরের বাংলাদেশ নৌবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি সবুজ, শ্যামল ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সকল নৌসদস্যকে বৃক্ষরোপণের আহবান জানিয়েছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন।
নৌ ঘাঁটি, স্থাপনা ও উপকূলীয় এলাকাসমূহে ফলদ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী। অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ ঢাকা নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে