ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে চট্টগ্রামে আসবেন রাষ্ট্রদূত রামাদান

প্রকাশিতঃ 7:53 pm | June 24, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:

ফিলিস্তিনের পক্ষে জনমত সৃষ্টি করতে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত চট্টগ্রামে এসে পেশাজীবী, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (২৩ জুন) রাতে রাজধানীর বারিধারায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের এক সৌজন্য সাক্ষাতে এ সিদ্ধান্ত হয়েছে বলে চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার নিরীহ মুসলিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সাক্ষাতে মেয়র শাহাদাত রাষ্ট্রদূতকে বলেন, ‘ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর জুলুম, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছে। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

চট্টগ্রামের জনগণকে ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে রাষ্ট্রদূতকে বন্দরনগরী সফরের আমন্ত্রণ জানান মেয়র। তিনি বলেন, ‘আমি চাই, চট্টগ্রামের মানুষ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি আয়োজন করবো।’

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এসময় বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের এ উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।’

কালের আলো/এএএন