ভুটা‌নের স‌ঙ্গে পররাষ্ট্র-বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হবে ঢাকায়

প্রকাশিতঃ 7:22 pm | June 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চলতি বছর ঢাকায় বাংলাদেশ ও ভুটানের মধ্যে পররাষ্ট্র স‌চিব পর্যায়ের সভা হ‌তে পা‌রে। পাশাপাশি পারস্প‌রিক সুবিধাজনক সম‌য়ে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকও ঢাকায় আয়োজনের কথা বলেছেন পররাষ্ট্র স‌চিব আসাদ আলম সিয়াম।

মঙ্গলবার (২৪ জুন ) ঢাকায় নিযুক্ত ভুটানের নতুন রাষ্টদূত দাশো খারমা হামু দর্জি পররাষ্ট্র স‌চিবের সঙ্গে সৌজন্য সাক্ষা‌তে এলে তিনি দুই সচিব পর্যায়ের বৈঠক নি‌য়ে আলোচনা ক‌রেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র সচিব নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। তি‌নি ব‌লেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

পররাষ্ট্র স‌চিব ব‌লেন, বাংলাদেশ শিগগির ঢাকায় পরবর্তী এফওসি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকও ঢাকায় সুবিধাজনক সময়ে আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের গুণগত মান তুলে ধরে পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, ভুটানে এসব পণ্যের রপ্তানি আগামীতেও বাড়বে।

রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে ভুটানের পররাষ্ট্র সচিবের একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন এবং তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান।

কালের আলো/এসএকে