ব্রুনাইয়ে কর্মী পাঠানোয় বোয়েসেলের ৪‌-৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশিতঃ 2:10 pm | June 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ব্রুনাইয়ে কর্মীর চাহিদা থাকলেও সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল মাত্র ২ শতাংশ শ্রমিক পাঠিয়েছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান হলেও ব্রুনাই‌য়ে কর্মী পাঠাতে বোয়েসেল ৪‌-৫ লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ করে‌ছে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ব্রুনাই শ্রমবাজারের সংকট ও সিন্ডিকেট দুর্নীতি’ নি‌য়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ক‌রে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশন।

লিখিত বক্তব্যে ব্রুনাই রিক্রুটমেন্ট এজেন্সিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইকরাম চৌধুরী বলেন, ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগসাজশে দুর্নীতির মাধ্যমে কালো টাকা আত্মসাতের জন্য কৌশলে বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণ করে একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে ব্রুনাই দারুসসালামে কর্মী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে আমরা যারা ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতাম, তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হই।

তিনি বলেন, আমাদের অফিস কর্মচারীসহ আমরা পরিবার নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপনে বাধ্য হই। এটি বায়রা সদস্যদের মৌলিক অধিকার হরণের শামিল। এ সিদ্ধান্ত বাতিলের জন্য এবং বোয়েসেলের পাশাপাশি আমরা যারা বায়রা সদস্য আছি তাদেরও ব্রুনাই দারুসসালামে শ্রমিক পাঠানোর অনুমতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, বিএমইটির ডিজির সঙ্গে দেখা করে আমাদের দাবি উত্থাপন করে এখ‌নো কোনো সুবিচার পাইনি।

ইকরাম চৌধুরী বলেন, এদিকে ব্রুনাই দারুসালামে প্রচুর কর্মীর চাহিদার বিপরীতে বোয়েসেল মাত্র ২ শতাংশ শ্রমিক প্রেরণে সক্ষম হয়। এ অবস্থায় ব্রুনাই‌য়ের বাজারটি বোয়েসেলের গদাই লস্করি সরকারি ব্যবস্থাপনার জন্য হাতছাড়া হয়ে বাংলাদেশ হারাতে যাচ্ছে রেমিট্যান্স।

তিনি বলেন, জনশক্তি কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজশে ব্রুনাই দারুসসালামে বোয়েসেল একতরফাভাবে শ্রমশক্তি রপ্তানিতে জড়িত হয়ে আমাদেরকে যে কারণে রিক্রুটিং লাইসেন্স দেওয়া হলো তা অস্বীকার করে সরকার নিজেই ব্যবস্থা শুরু করে আমাদের মৌলিক অধিকার হরণ করেছে।

কালের আলো/এসএকে