প্রভোস্ট পেশার বিমানসেনাদের নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের দিক-নির্দেশনা বিমান বাহিনী প্রধানের
প্রকাশিতঃ 11:15 pm | June 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রভোস্ট পেশার বিমানসেনারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি প্রভোস্ট পেশার বিমানসেনাদেরকে কর্তব্যপালনকালীন ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য্য, বিচক্ষণতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
রবিবার (২২ জুন) বিমান বাহিনী সদর দপ্তর (ইউনিট) প্যারেড গ্রাউন্ড-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রভোস্ট সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, অনিয়ম প্রতিরোধ, শৃঙ্খলার মানোন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমানসেনাদের সততা, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও কর্মতৎপরতা বৃদ্ধির উদ্দেশ্যে
রবিবার (২২ জুন) থেকে বৃহস্পতিবার (২৬ জুন) পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ-২০২৫ একযোগে পালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানরা, সামরিক বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/আরআই/এমকে