নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে ৯ জনের মৃত্যু
প্রকাশিতঃ 3:43 pm | February 26, 2018
কালের আলো রিপোর্ট:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।
সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, লরির ধাক্কায় বাসটি উল্টে যায়। আর এতেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এরমধ্যে আটজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পথে চারজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর আরও এক নারীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসা নিচ্ছেন আরও ১৫জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কালের আলো/এমওএ/ওএইচ