র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই: গ্রেপ্তার ৫
প্রকাশিতঃ 12:04 pm | June 19, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, উত্তরায় র্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার নগদ অর্থ ও গাড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কালের আলো/এএএন