শৃঙ্খলা ও সৃজনশীলতায় ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ এমআইএসটি কমান্ড্যান্ট’র
প্রকাশিতঃ 9:07 pm | June 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ। তিনি লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
গত রবিবার (১৫ জুন) মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত ′ফ্রেশার্স ডে′ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি এর ১১ টি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আর্কিটেকচার বিভাগে মোট ৮৬০ জন শিক্ষার্থী ভর্তি হন, যাদের মধ্যে ১৭৩ জন সামরিক বাহিনীর সদস্য।
আইএসপিআর আরও জানায়, অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর এক প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটি-এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাঁদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এমআইএসটি-এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধানরা, ফ্যাকাল্টি সদস্যরা, স্টাফ অফিসাররা, নবীন শিক্ষার্থী এবং তাঁদের গর্বিত অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষের এক আশাব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে বলে জানায় আইএসপিআর।
কালের আলো/এমএএইচ/আরআই